কালিয়াকৈর (গাজীপুর ) থেকে মোর্শেদ আলমমঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০, রাত ৩:৪৬ সময়01404
ছবি, ডিস ব্যবসায়ী তারেক
কালিয়াকৈর (গাজীপুর ) থেকে মোর্শেদ আলম
গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন বোয়ালী ইউনিয়নের ডিস ব্যবসায়ী তারেক (৪০)এর বিরুদ্ধে এলাকাবাসীর একাধিক অভিযোগ উঠেছে । ব্যবসায়িক ফায়দা লোটার জন্য এলাকায় বসবাসরত সহজ সরলমনা সাধারণ মানুষের মাঝে সাম্প্রদায়িক ইস্যু তৈরি করে ঝগড়া বিবাদ সৃষ্ঠি সহ নানা অপকৌশল খোঁজা যার কাজ । সম্প্রতি মুসলমান ও সংখ্যা লঘুদের মাঝে ধর্মীয় উসকানীমুলক কথাবার্তায় ফ্যাসাদ সৃষ্টি ,নারী লোভী, ডিস ব্যবসায়ী তারেক।তারেকের ডিস ব্যবসায়ের সংগে জড়িত কিছু উঠতি বয়সের ছেলেরা ও তার পালিত কিছু উশৃঙ্খল লোকজন এলাকার জন্য রীতিমত ত্রাস এবং মি: তারেক অত্র এলাকার জন্য এখন আতংক । সরেজমিনে জানা যায়, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সংখ্যা লঘুদের উপর নানা অন্যায় অত্যাচর করে থাকে এই তারেক, তার স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন অপকৌশল অবলম্বন ও মারধর মতো ঘটনাও ঘটিয়ে থাকে। বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বাবু চানমোহন রায় জানান, ২০০১সালে বিএনপি সরকারের আমলে, তারেক শিকদারের বড় ভাই বোয়ালী ইউনিয়ন বিএনপির যুবদলের সহ-সভাপতি হাসমত শিকদারসহ সংখ্যা লঘুদের উপর নির্যাতন চালিয়েছে। এমতাবস্থায় এলাকাবাসী জানায়, ডিস ব্যবসায়ী তারেক ও তার বাহিনীর নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে ।যদি আওয়ামী লীগের কোন সাংগঠনিক দায়িত্ব পায় তাহলে আমরা আরো নির্যাতনের শিকার হবো। সে তার অপশক্তির তান্ডব ও পেশিশক্তি বাড়ানোর জন্য আওয়ামী সেচ্ছাসেবক লীগের বোয়ালী ইউনিয়ন শাখার সভাপতি পদপ্রার্থীর ঘোষনা দিচ্ছে , তার অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী এতে করে আরও বেশী আতংকিত । বোযালী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা জয়দেব (৩০) জানায়,ডিস ব্যবসায়ী তারেক তার ডিসবিল তুলতে গিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। তারেকের অপকর্মের প্রতিবাদ করায় জয়দেব মালো ও নয়ন মালো (২৭) র প্রতি ক্ষিপ্ত হয়ে তারেক এই দুইজনকে নড়াখালি নদীর পাড়ে নিয়ে গলায় ধারালো অস্ত্র ধরে ভয়ভীতি দেখায় এবং জীবন নাশের হুমকি দেয় বলে জানান। এরপর গ্রাম্য আদালতে সালিশের মাধ্যমে সমাধান করা হয়েছিল।এলাকাবাসীরা আরও জানান,তারেক বাহিনীর ভয়ে আমরা তটস্থ থাকি,কখন যেন অঘটন ঘটে ? অর্থ বিত্তবৈভব ও ক্ষমতার প্রভাব খাটিয়ে যে কোন সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে, তাই প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছি ।